Amirabad Anowara Girls High School

Message From Principal

মেহতাজ হোসেন

সভাপতি

সুহৃদ অভিভাবকবৃন্দ, 

বিশ্বায়নের এই যুগে পুরো পৃথিবীটা পরিণত হয়েছে “গ্লোবাল ভিলেজে”। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। উপযুক্ত সু-শিক্ষার প্রেক্ষাপটে আজকের শিক্ষার্থীরাই মানবতার ও অনাগত ভবিষ্যৎ বংশধরদের প্রতিনিধি হিসেবে সমৃদ্ধ ও আলোকিত জীবনের বার্তা বয়ে বেড়াবে। এ পটভূমিকে সামনে রেখে আমাদের সন্তানদেরকে আধুনিক বিশ্বের একজন সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যে আমরা “আমিরাবাদ আনোয়ারা গার্লস হাই স্কুল” প্রতিষ্ঠা করেছি । আধুনিক জীবনের সকল চ্যালেঞ্জ কে মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের মধ্যে বহুমাত্রিক মেধার বিকাশ ও সার্বিক উন্নয়ন ঘটানোই আমাদের মূল লক্ষ্য । সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যেক অভিভাবকেরই কাঙ্খিত স্বপ্ন । আমরা প্রতিটি অভিভাবকের লালিত স্বপ্নের বাস্তব রূপায়নে সঠিক পদক্ষেপ গ্রহণের সাহস যোগাতে চাই । গ্রহণযোগ্য বিদ্যাপীঠ হিসেবে  শিক্ষার্থীদের সুপ্ত মেধার পরিপূর্ণ বিকাশের এই পথ চলায় আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি ।

এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি প্রতিষ্ঠান।